Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৫ মে ২০২৫

আপডেট: ১৪:৩৯, ১৫ মে ২০২৫

গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ সুপারিশ

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ
ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়ার বিষয়ে একটি পর্যালোচনা কমিটি সুপারিশ করেছে।

চলতি বছরের জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা থাকলেও দেশের অর্থনৈতিক সংকটের কারণে সে উদ্যোগ তখন স্থগিত রাখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও ভাতা চালুর বিষয়ে সক্রিয় হয়েছে সরকার।

এ লক্ষ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় গত ডিসেম্বরে একটি সাত সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে। কমিটি ভাতা দেওয়ার বিষয়ে বিস্তারিত সুপারিশ করে, যার আলোকে এখন নতুন প্রস্তাবনা তৈরি করেছে অর্থ বিভাগ।

জানা গেছে, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ এবং ১ম থেকে ১০ম গ্রেডের ক্ষেত্রে ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেয়ার বিকল্প প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়।

১ম থেকে ১০ম গ্রেডে ১০ শতাংশ ভাতা দিলে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। আর ১৫ শতাংশ দিলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে।

তবে প্রস্তাবিত ভাতা কার্যকর হলে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বাদ যাবে বলে জানানো হয়েছে।

চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ ছিলো ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০.৪১ শতাংশ। সংশোধিত বাজেটে এটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ
ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তালা
তালেবান শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ভারতে গোপন সফর!
তেল-গ্যাসের দাম কমছে বিশ্ববাজারে
জবি শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও রাজপথে
বিএনপি নেতা পুলিশে দিলেন ছেলেকে
১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাক প্রধানমন্ত্রী
কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে
উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা হাসনাতের
‘উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার’
উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ‘হঠকারী আচরণ’
পরীক্ষা দিতে গিয়ে সন্তানের জন্ম