Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ১৫ মে ২০২৫

আপডেট: ১২:৪৩, ১৫ মে ২০২৫

বিস্মিত পুলিশ!

বিএনপি নেতা পুলিশে দিলেন ছেলেকে

বিএনপি নেতা পুলিশে দিলেন ছেলেকে
ছবি: সংগৃহীত

কুমিল্লার এক বিএনপি নেতা নিজ ছেলেকে থানায় সোপর্দ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

বুধবার (১৪ মে) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম নিজ ছেলেকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। তার ছেলের নাম মুন্না, বয়স ২৪ বছর।

গত ১২ মে সামাজিক বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা হয়। বিল্লাল গুরুতর আহত হন। পরে তিনি থানায় মামলা করেন, যাতে মুন্নাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

বাবা মিনহাজ হোসেন শামীম পরে জানতে পারেন, তার ছেলেও এ হামলায় জড়িত ছিলো। এরপরই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আমার চাকরি জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। একজন বাবা নিজ ছেলেকে থানায় এনে সোপর্দ করেছেন, এটা সত্যিই বিস্ময়কর।

পুলিশ মুন্নাকে বিকেলে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি নেতা মিনহাজ হোসেন শামীম বলেন, আমার চাচাতো ভাই বিল্লালের ওপর হামলা হয়েছে। পরে জানলাম, আমার ছেলেও তাতে জড়িত। ভবিষ্যতে সে যেন এমন কিছু না করে, তাই নিজ হাতে পুলিশে দিলাম।

এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। অনেকেই বলছেন, বাবা হিসেবে কষ্ট হলেও নেতার মতো সাহসিকতা দেখিয়েছেন তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ