পাকিস্তানের শান্তির বার্তাকে দুর্বলতা ভাববেন না
১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাক প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক একটি সামরিক অভিযানে সাফল্যের দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, এ বিজয় ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ।
বুধবার, শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এ অংশ নেয়া সেনাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেহবাজ বলেন, পাকিস্তানের সেনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের আগ্রাসন প্রতিহত করেছে। ইতিহাসে লেখা থাকবে এ দৃঢ়তা ও নির্ভুলতার কথা।
এ সময় সেনাবাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন:
- ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার
- প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
- তথ্যমন্ত্রী আতাউল্লা তারার
- সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান
প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী একাত্মভাবে বীরত্বের সঙ্গে দেশের সীমান্ত রক্ষা করেছে। তারা প্রমাণ করেছে, পাকিস্তান শান্তিপ্রিয় হলেও আত্মরক্ষায় কখনও পিছু হটবে না।
মোদিকে কড়া বার্তা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে শেহবাজ শরিফ বলেন, ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলো, তা ইতিহাস জানে। এখন সে একই শক্তি বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠী এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, নরেন্দ্র মোদি, আপনার আগুনঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, কিন্তু আমাদের শান্তির বার্তাকে দুর্বলতা ভাববেন না।
সামরিক ও কূটনৈতিক বার্তা
এ বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে এনে শেহবাজ শরিফ নিজের দেশের সেনাবাহিনীকে উৎসাহ দেয়ার পাশাপাশি ভারতের প্রতি একপ্রকার হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
সবার দেশ/কেএম