বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নির্ধারিত সময়েই যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো বিস্তারিত জানায়নি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই এ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সবার দেশ/এফএস




























