Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৩, ১ জুন ২০২৫

কংগ্রেসের প্রশ্ন: কতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে?

যুদ্ধবিমান খুইয়ে তোপের মুখে মোদি

যুদ্ধবিমান খুইয়ে তোপের মুখে মোদি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। কংগ্রেস সরকারকে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সম্প্রতি প্রথমবারের মতো এ ক্ষতির কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।

শনিবার (৩১ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিডিএস চৌহান সিঙ্গাপুরে শাংরি-লা নিরাপত্তা সংলাপে বলেন, কতটি বিমান ভূপাতিত হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন ক্ষতি হলো তা বিশ্লেষণ ও সংশোধন জরুরি। এ বক্তব্যেই প্রথমবারের মতো সরকারি মহল থেকে স্বীকার করা হলো যে, অপারেশন সিঁদুরে ভারতীয় বিমান ভূপাতিত হয়েছিলো।

তেলঙ্গানার সেচমন্ত্রী ও সাবেক যুদ্ধবিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেন, সরকারকে জানাতে হবে পাকিস্তান কতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এ সত্য গোপন করার সময় শেষ।

রাহুল গান্ধী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ করা হোক। তিনি দাবি জানান, কতটি বিমান হারানো হয়েছে, কী ধরনের সামরিক ক্ষতি হয়েছে— তা জানাতে হবে।

বিজেপি নেতারা কংগ্রেসের এ অবস্থানকে দেশবিরোধী আখ্যা দিয়েছেন। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘নিশান-এ-পাকিস্তান’ বলে কটাক্ষ করেন।

পেহেলগামের হামলার প্রতিশোধে ভারত ইসলামাবাদে হামলা চালায়, যার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। এর জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং বেশ কয়েকটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করে বলে এখন জানা যাচ্ছে।

এ ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সরকার বিষয়টি গোপন রেখেছে কেন, কেন বিমান ভূপাতিত হলো, কোথায় গোয়েন্দা বা পরিকল্পনায় ভুল ছিলো— এসব প্রশ্ন এখন সামনে এসেছে।

চলমান পরিস্থিতিতে মোদি সরকারের সামরিক কৌশল, তথ্য প্রকাশ ও জবাবদিহি নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ