ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের ঢেউ উঠেছে। শনিবার (১৯ এপ্রিল, ২০২৫) দেশটির ৫০টি অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করেছেন। এ বিক্ষোভকে আমেরিকানরা ‘স্বাধীনতার জন্য নতুন লড়াই’ হিসেবে অভিহিত করেছেন। বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘৫০৫০১’, যার অর্থ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভের এক অভিন্ন আন্দোলন।