খামেনির পক্ষে ইরানের রাজপথে লাখো মানুষের ঢল
বিদেশি মদদপুষ্ট সাম্প্রতিক দাঙ্গা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ইরানজুড়ে লাখো মানুষের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সোমবার রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রদেশ ও শহরের রাজপথে নেমে সর্বস্তরের মানুষ ইসলামি প্রজাতন্ত্র ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।