Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষক নিয়োগে বিক্ষোভে অচল বিহার

নেপালের পর এবার উত্তাল ভারত, আন্দোলনে জেন-জি

নেপালের পর এবার উত্তাল ভারত, আন্দোলনে জেন-জি
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় তরুণদের ‘ডমিনো আন্দোলন’ এখন স্পষ্ট। নেপালের পর এবার ভারতও জেন-জির বিক্ষোভে কাঁপছে। চাকরিপ্রত্যাশী তরুণদের শিক্ষক নিয়োগ আন্দোলনে বিহারের রাজধানী পাটনা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

মূল ইস্যু: TRE-4 নিয়োগ সংকট

বিক্ষোভের কেন্দ্রবিন্দু হলো ‘টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন–ফেজ ৪ (TRE-4)’। সরকারের প্রতিশ্রুতি ছিলো ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের। কিন্তু সম্প্রতি শিক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন—পদ রাখা হবে মাত্র ২৬ হাজারের কিছু বেশি।

এ সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়েছে তরুণ সমাজ।

আন্দোলনের বিস্তার

৯ সেপ্টেম্বর সকালে পাটনা কলেজ থেকে শুরু হয় মিছিল। মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাসভবনের উদ্দেশে যাত্রা করলেও পথে কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার—পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে তরুণদের স্লোগান। হাজারো বিক্ষোভকারীর দখলে রাস্তাঘাট, স্থবির নগরজীবন।

তরুণদের ক্ষোভ

ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করেন—

আগে কখনো ৫০ হাজার, কখনো ৮০ হাজার, আবার কখনো ১ লাখ ২০ হাজার পদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কিন্তু এখন মাত্র ২৭ হাজারে নামিয়ে আনা হলো—এটা স্পষ্টতই বিশ্বাসঘাতকতা।

তরুণদের দাবি, আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে শূন্যপদ বাড়িয়ে দেখানো হয়েছিলো। আর এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতে সংখ্যা অযৌক্তিকভাবে কমিয়ে দেয়া হয়েছে।

রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—পূর্ণ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আন্দোলন আরও তীব্র হবে।

বিশ্লেষকদের মতে, সামনে বিহার বিধানসভা নির্বাচন। তাই শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনীতিতে ‘গেম-চেঞ্জার’ হয়ে উঠতে পারে।

দক্ষিণ এশিয়ার ছাত্র-তরুণদের এ ঢেউ নেপাল থেকে ভারতে পৌঁছে গেছে। প্রশ্ন এখন অন্য কোনও দেশে কি এর প্রতিধ্বনি শোনা যাবে?

সবার দেশে/কেএম

সর্বশেষ