Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

চীনে মাফিয়া পরিবারের ১১ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

চীনে মাফিয়া পরিবারের ১১ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

মিয়ানমারের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। প্রতারণা, খুন, মাদক ও জুয়াসহ নানা অপরাধে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রায়ে আরও বলা হয়েছে, পরিবারের ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মোট ৩৯ জনের বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয় পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরের আদালতে।

মিয়ানমার-চীন সীমান্তের লাওকাই শহরকে অবৈধ জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে চারটি প্রভাবশালী মাফিয়া পরিবারের বিরুদ্ধে। মিং পরিবার ছিলো এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী।

২০১৫ সাল থেকে পরিবারটি টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিলো। এসব অপরাধ থেকে তারা প্রায় ১০ বিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বলে আদালত জানায়।

২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে মিং পরিবারের বহু সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। পরে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সোমবার এ রায় ঘোষণা করা হলো।

অভিযোগ রয়েছে, চারটি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করতো। এ কারণে সীমান্তবর্তী এলাকায় সহিংসতা ও অপরাধের মাত্রা ভয়াবহভাবে বেড়ে যায়।

সূত্র: বিবিসি নিউজ।

সবার দেশ/কেএম

সর্বশেষ