Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৬ নভেম্বর ২০২৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৪০ জনের প্রাণহানি, নিখোঁজ ১২৭

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৪০ জনের প্রাণহানি, নিখোঁজ ১২৭
ঘূর্ণিঝড় কালমায়েগির প্রভাবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমায়েগি-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আরও ১২৭ জন নিখোঁজ, আর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে পুরো প্রদেশজুড়ে সৃষ্টি হয়েছে বন্যা ও ধ্বংসস্তূপ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সেবু প্রদেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফিলিপাইনের জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে সেবু প্রদেশেই আরও ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই প্রদেশে নজিরবিহীন বন্যা গাড়ি, নদীর ধারের ঘরবাড়ি ও এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২০ লাখের বেশি

সিভিল ডিফেন্স অফিসের তথ্যানুসারে, ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে *৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত, এবং ৪ লাখ ৫০ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন।

আরও এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দুর্যোগ-প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় উত্তর ফিলিপাইনের দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামী সপ্তাহের শুরুতেই ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে।

দেশটির সরকার ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইতোমধ্যে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এত ব্যাপক যে পুনর্গঠন কার্যক্রমে দীর্ঘ সময় লাগবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ