Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ১০ নভেম্বর ২০২৫

রিপাবলিকানদের তোপের মুখে নতুন মুসলিম মেয়র

মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা

মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত রাখার হুমকি দিয়েছেন ওয়াশিংটনের রিপাবলিকান নেতারা। এমনকি তার মার্কিন নাগরিকত্ব বাতিলের চেষ্টাও চলছে। 

নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়ী হওয়ার পর থেকেই মামদানিকে ঘিরে একের পর এক বিতর্ক ছড়াচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন—মামদানি জিতলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেয়া হবে। নির্বাচনের পর তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এরপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে বহিষ্কারের দাবি জানান।

রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস বলেন, যদি মামদানি তার নাগরিকত্বের কাগজপত্রে মিথ্যা বলে থাকে, তাহলে তিনি মার্কিন নাগরিক হতে পারেন না এবং অবশ্যই নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার যোগ্য নন। একজন সন্ত্রাসী মতাদর্শের অনুসারীকে আমেরিকার মহান শহরের নেতৃত্বে দেখা আমাদের জন্য লজ্জাজনক। তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে মামদানির বিরুদ্ধে তদন্ত শুরু করার আহ্বান জানান।

ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি র‌্যান্ডি ফাইন আরও একধাপ এগিয়ে বলেন, বর্বররা আর দরজার বাইরে নেই—তারা এখন ঘরের ভেতরেই। তার দাবি, মামদানি মাত্র আট বছর আগে যুক্তরাষ্ট্রে এসে নাগরিক হয়েছেন, অথচ তিনি নাগরিক হওয়ার সব শর্ত পূরণ করেননি।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য যাচাই সংস্থা ‘পলিটিফ্যাক্ট’ জানিয়েছে, মামদানি নাগরিকত্বের আবেদনপত্রে মিথ্যা বলেছেন—এমন কোনও প্রমাণ নেই।

জোহরান মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব পান। মার্কিন আইনে প্রাপ্তবয়স্কদের সাধারণত পাঁচ বছর যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করতে হয় নাগরিক হতে। নাগরিকত্ব বাতিল কেবল আদালতের আদেশেই সম্ভব এবং ইতিহাসে এটি অত্যন্ত বিরল ঘটনা—যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া নাৎসিদের ক্ষেত্রে বা সন্ত্রাসবাদে সরাসরি জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞ জেরেমি ম্যাককিনি বলেন, নাগরিকত্ব বাতিল একটি চরম ও বিরল প্রক্রিয়া। এতে সরকারের কাছে থাকতে হবে এমন স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ, যা দেখাবে আবেদনপত্রে মিথ্যা তথ্যের কারণে নাগরিকত্ব দেয়া হয়েছিলো। মামদানির ক্ষেত্রে এমন কিছুই পাওয়া যায়নি।

মামদানির নাগরিকত্ব নিয়ে বিতর্ক শুরু হয় তিনি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর। জুন মাসে ওগলস বিচার বিভাগে চিঠি দিয়ে মামদানির নাগরিকত্ব বাতিলের আহ্বান জানান, অভিযোগ করেন—তিনি নাগরিক হওয়ার সময় ‘সন্ত্রাসবাদের সমর্থন’ গোপন করেছিলেন।

রিপাবলিকানদের অভিযোগের একটি অংশ ছিলো মামদানির ২০১৭ সালের একটি র‌্যাপ গান নিয়ে, যেখানে তিনি ‘হলি ল্যান্ড ফাইভ’-এর প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। এ পাঁচ মুসলিম ২০০৮ সালে দাতব্য সংস্থা পরিচালনার সময় হামাসকে আর্থিক সহায়তার অভিযোগে দণ্ডিত হন, যদিও অনেক আইনি বিশেষজ্ঞ সে মামলার প্রমাণকেও প্রশ্নবিদ্ধ বলেছেন।

ওগলস আরও অভিযোগ করেন, মামদানি নাগরিকত্ব আবেদনপত্রে তার ‘Democratic Socialists of America (DSA)’ সদস্যপদ উল্লেখ করেননি। তবে বিশেষজ্ঞরা বলেন, ডিএসএ কোনও কমিউনিস্ট সংগঠন নয়।

এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্ভি ক্লেয়ার বলেন, ডেমোক্রেটিক সমাজতন্ত্রীরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করেন, যা কমিউনিজমের সম্পূর্ণ বিপরীত।

ইমিগ্রেশন আইনজীবী ম্যাককিনি বলেন, ডিএসএ সদস্যপদ নাগরিকত্বের জন্য বাধা নয়। আর বৈধ রাজনৈতিক সংগঠনের সদস্যপদ উল্লেখ না করাও প্রতারণা নয়, যদি তা নাগরিকত্বের সিদ্ধান্তকে প্রভাবিত না করে।

এদিকে, মুসলিম নাগরিক সমাজের সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (CAIR)’ মামদানির বিরুদ্ধে এ প্রচারণাকে ‘বর্ণবাদী ও ইসলামোফোবিক’ বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, মুসলমানদের প্রতি ঘৃণা ও ভয় এখনো যুক্তরাষ্ট্রের রাজনীতির গভীরে প্রোথিত।

অক্টোবরে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, 

ইসলামোফোবিয়া এ দেশের রাজনীতির এক স্থায়ী অংশ হয়ে গেছে। আমার বিরুদ্ধে এ আক্রমণ কেবল একজন প্রার্থী নয়, বরং মুসলিম আমেরিকানদের কণ্ঠরোধের চেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন