Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ২০ নভেম্বর ২০২৫

খাইবার পাখতুনখোয়ায় দুই অভিযান পরিচালনা

‘ভারত-সমর্থিত’ ২৩ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

‘ভারত-সমর্থিত’ ২৩ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ২৩ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রদেশের কুররাম জেলায় পৃথক দুটি অভিযানে এসব সন্ত্রাসীকে হত্যা করা হয়।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে প্রথম অভিযানে তীব্র গোলাগুলির মুখোমুখি হয় সেনারা। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর সেখানে ১২ জন সশস্ত্র সন্ত্রাসীকে ‘নির্মূল’ করা হয়েছে। পরে একই এলাকায় আরেকটি সন্ত্রাসী দলের উপস্থিতির তথ্য পেয়ে আরেকটি গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান চালানো হয়। দ্বিতীয় অভিযানে আরও ১১ জনকে হত্যা করা হয়।

জিও টিভি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানজুড়ে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ধারাবাহিকভাবে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। মাত্র এক দিন আগেই একই প্রদেশে চারজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিলো।

এ মাসের ১১ নভেম্বর ইসলামাবাদের বিচার বিভাগীয় কমপ্লেক্সে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে এক আইনজীবী ও মামলার আবেদনকারীসহ ১২ জন নিহত হন, আহত হন কমপক্ষে ৩৬ জন। এর পর থেকেই বড় শহর থেকে সীমান্তাঞ্চল পর্যন্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ—যেখানে প্রায় নিয়মিতই নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা হচ্ছে।

পাকিস্তান পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে শুধু খাইবার পাখতুনখোয়াতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৯ জন পুলিশ সদস্য এবং ১৩৮ জন সাধারণ নাগরিক।

ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে দেশটির নিরাপত্তা বাহিনী আরও কঠোর অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ