Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১৪ ডিসেম্বর ২০২৫

ছোঁয়া হলোনা বিশ্বরেকর্ড এ বিএনপি নেতার, খুঁজে নিলেন নতুন ঠিকানা

বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার

বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে একাধিকবার বহিষ্কার, টানা সংসদ সদস্যত্ব, বিতর্ক আর শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক আশ্রয়—কিশোরগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের রাজনৈতিক জীবনে যোগ হলো আরেকটি নাটকীয় অধ্যায়। 

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত এ নেতা এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় কিশোরগঞ্জ–২ আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই গঠিত ছিলো। পরবর্তীতে এতে পাকুন্দিয়া উপজেলা যুক্ত হয়। একসময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পুলিশের সাবেক আইজি ও আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদের কাছে পরাজিত হন। রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়লেও বিভিন্ন টক শো ও সোশ্যাল মিডিয়ায় সমসাময়িক ইস্যুতে মন্তব্য করে আলোচনায় ছিলেন তিনি।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সর্বশেষ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। সে বহিষ্কারের প্রায় তিন বছর পর শনিবার সকালে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আখতারুজ্জামান। একসময় জামায়াতের কড়া সমালোচক হিসেবে পরিচিত এ মুক্তিযোদ্ধা এদিন প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

জামায়াতে যোগ দেয়ার পর আখতারুজ্জামান বলেন, জামায়াত একটি দেশপ্রেমিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান দাবি করেছেন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে লক্ষ মানুষ হত্যা করেছে—এ বক্তব্য সঠিক নয়। তার ভাষায়, মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে নয়। একের পর এক মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলে দাবি করেন।

আখতারুজ্জামান আরও বলেন, জামায়াতে ইসলামী দেশদ্রোহী কোনও দল নয়। দলটি মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং তাদের গঠনতন্ত্রেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ কারণে জামায়াতকে নিয়ে বিএনপির বর্তমান অবস্থান তিনি মেনে নিতে পারেননি।

বিএনপির নীতিনির্ধারকদের সমালোচনা করে তিনি বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক সঙ্গী না করার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করেছিলেন। কিন্তু তখন তার কথা শোনা হয়নি। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেও, আবার জামায়াতের সঙ্গেই জোট করে সরকার গঠন করেছিলো বিএনপি—এ দ্বিচারিতার কথাও তুলে ধরেন তিনি।

গত ১৫ বছরে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন আখতারুজ্জামান। তার ভাষায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। বিএনপি যেমন মামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছে, জামায়াতও তেমনি নির্যাতিত ও নিপীড়িত হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে বিএনপি বিভক্তির রাজনীতি শুরু করেছে। বিএনপি এখন মুক্তিযুদ্ধের কথা বললেও প্রশ্ন তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিলো পাকিস্তানিদের বিরুদ্ধে—জামায়াতের সঙ্গে নয়। তাহলে এখন জামায়াতকে নিয়ে এত বিরোধিতা কাদের স্বার্থে?

ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নেতাদের অতি আগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন আখতারুজ্জামান। তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপির নেতারা এতটা পাগল হয়ে যান কেনো, তিনি তা বুঝতে পারেন না।

উল্লেখ্য, আখতারুজ্জামান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরে মেজর কে এম শফিউল্লাহর অধীনে যুদ্ধ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে তার সম্পর্ক যেমন ঘনিষ্ঠ ছিলো, তেমনি বহিষ্কার ও বিরোধও ছিলো ধারাবাহিক। এবার সে অধ্যায়ের ইতি টেনে তিনি বেছে নিলেন নতুন রাজনৈতিক ঠিকানা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের
হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স