তফসিল ঘোষণার তারিখ ঠিক হয়নি: ইসি সচিব
নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো গতিতে এগোলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ এখনও নির্ধারণ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার পরিকল্পনা ছিলো। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও ইঙ্গিত দিয়েছিলেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল আসতে পারে। তবে বাস্তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি, যা নির্বাচন ঘিরে অনিশ্চয়তার আরেকটি মাত্রা যোগ করেছে।
এদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক। বৈঠকে নির্বাচন আয়োজনের প্রযুক্তি, লজিস্টিকস, মানবসম্পদ, নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন ইসির সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে মিটিংয়ে আছি। তবে নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।
ইসি সচিব দাবি করেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দিন। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।
সাংবাদিকদের জন্য আয়োজন করা কর্মশালায় আখতার আহমেদ ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’, ‘আচরণবিধি ২০০৮’ এবং ‘নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১’-এর সর্বশেষ সংস্করণ ও প্রাসঙ্গিক প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরেন। কর্মশালাটি আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
তফসিল ঘোষণার তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও নির্বাচন ঘিরে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি দ্রুতগতিতে সামনে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।
সবার দেশ/কেএম




























