Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৫

হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ

হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার তাদের আশ্রয় দেয় বা ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনও ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে এবং ভারত সরকার যদি তাদের রক্ষা করে, তাহলে তা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের বিরুদ্ধে সরাসরি অবস্থান হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে ঢাকায় ভারতীয় দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম চলতে দেয়া হবে না।

সংবাদ সম্মেলনে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, গোয়েন্দা সংস্থাগুলোর কাজ ছিলো হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত গ্রেফতার করা। অথচ তারা নিজেরা তথ্য সংগ্রহ না করে ইনকিলাব মঞ্চের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আরও বলেন, যদি ওসমান হাদির কোনও ক্ষতি হয়, তাহলে এ অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা তখনই বেজে যাবে। ছাত্র-জনতাই এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং প্রয়োজনে তারাই এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে।

তিনি জানান, ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে কোনও ভারতপন্থী ব্যক্তি বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়া হবে। দেশপ্রেমিক সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের
হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স