Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৭ ডিসেম্বর ২০২৫

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি, শোকজ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি, শোকজ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের কারণে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। বিকেল চারটার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস শোকজ নোটিশ জারি করেন। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

ঘটনাটি ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারের আগে, যখন ডিজি মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে ডিজি টেবিল থাকার কারণ জানতে চাইলে ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়ান।

উল্লেখ্য, ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট থেকে হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলতি বছরের জুলাইয়ে আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

গণমাধ্যমকে দেয়া বক্তব্যে ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ডিজির কাছ থেকে গুরুজনের মতো ব্যবহার আশা করেছিলাম। কিন্তু তিনি এসে সমস্যাগুলো জানতে না চেয়ে শুধুই টেবিল নিয়ে কথা বলেন। আমার চাকরিজীবনে কিছু কারণে পদোন্নতি হয়নি, তাই চাকরি থেকে সাসপেনশন হলেও আমি খুশি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা