রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানী ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক আয়োজন, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।