Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ১১ জুলাই ২০২৫

বিচার বিভাগে বড় রদবদল: ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

বিচার বিভাগে বড় রদবদল: ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার
ছবি: সংগৃহীত

বিচার বিভাগে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে উদ্যোগের অংশ হিসেবে সরকার ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিকাশ কুমার সাহা, যিনি অতীতে নানা বিতর্কিত ভূমিকার কারণে আলোচনায় ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচারকদের অবসরের প্রস্তাব গত ৩ জুলাই সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল। সর্বোচ্চ আদালত তা অনুমোদন করে বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে পাঠায়, যা পরবর্তীতে কার্যকর করা হয়।

সরকারের এই সিদ্ধান্ত বিচার বিভাগে শুদ্ধি অভিযান ও শৃঙ্খলা প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ছবি: সংগৃহীত

 

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ