সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী
বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে, যার মধ্যে ছিল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ এবং দোয়া মাহফিল।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ দিনে, ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কায় কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। মা আমিনার কোলে জন্ম নেওয়া এ মহানবী রিসালাতের দায়িত্ব সম্পন্ন করে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দের একই তারিখে ইন্তেকাল করেন।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ (আ.) আউয়াল হাওলাদার। ওয়াজ মাহফিল চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে দেশবরেণ্য আলেম-ওলামারা অংশ নেবেন।
জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে, যা শুরু হবে ১৩ সেপ্টেম্বর এবং চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে দেশ-বিদেশের প্রায় ২০০ স্টল অংশ নেবে, যার মধ্যে থাকবে মিসর, তুরস্ক, পাকিস্তান ও লেবাননের পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান।
এ ছাড়া ১৫-১৬ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কিরআত, আজান, হামদ-নাত, রচনা, কবিতা, উপস্থিত বক্তৃতা এবং আরবি খুতবা লিখনসহ সাতটি বিষয়ে এ প্রতিযোগিতা হবে।
বায়তুল মোকাররমে আগামী ১১ সেপ্টেম্বর বাদ মাগরিব কিরআত মাহফিল, ১৭ সেপ্টেম্বর হামদ-নাত এবং ১৮ সেপ্টেম্বর বাদ আসর রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত কারি, কবি ও শিল্পীরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।
জাতীয় পর্যায়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৬টি ইসলামিক মিশন এবং ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে মহানবী (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক ওয়াজ মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামে ৫৪তম বারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়। রাজধানীতেও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হয়, যা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।
এছাড়া দেশের বাইরে বাংলাদেশ মিশন, দূতাবাস ও হাইকমিশনগুলোতেও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
সবার দেশ/এফএস




























