আরও দুটি জাতীয় দিবস চালু করলো সরকার
দেশের ইতিহাসে দুটি নতুন জাতীয় দিবস যুক্ত করছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর ‘আবরার ফাহাদ দিবস’ এবং ২৫ ফেব্রুয়ারি ‘বিডিআর ম্যাসাকার দিবস’কে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার দফতরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। রাজধানীর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।
পোস্টে আরও উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে একটি জাতীয় ক্যালেন্ডার তৈরির কাজ চলছে, যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঐতিহাসিক ঘটনা ও জাতীয় বেদনার দিনগুলোকে স্মরণে রাখার উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্যালেন্ডারেই নতুনভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ দুটি দিবস বিশেষভাবে পালন করা হবে।
বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা উভয় বিষয়েই একটি প্রতীকী বার্তা বহন করে—যেখানে একদিকে আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে প্রতিবাদের প্রতিধ্বনি, অন্যদিকে ২০০৯ সালের বিডিআর ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি জাতীয় শ্রদ্ধা একসঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে।
সবার দেশ/কেএম




























