Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৫ নভেম্বর ২০২৫

গোপন অ্যাপে সমন্বয় দুর্বৃত্তদের, ৫০ থানায় নিরাপত্তা জোরদার

গোপন অ্যাপে সমন্বয় দুর্বৃত্তদের, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
প্রতীকি ছবি

রাজধানীজুড়ে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে পেট্রল বোমা—কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটানো, বাসে আগুন দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি কঠোরভাবে পর্যালোচনা করছে নিরাপত্তা সংস্থাগুলো।

ডিবি পুলিশ বলছে, ফ্যাসিবাদী গোষ্ঠী টেলিগ্রামসহ একাধিক গোপন অ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে সদস্যদের সমবেত করছে। কোনো স্থানে জড়ো হওয়ার নির্দেশনা অ্যাপে পাঠানো হয়, আর সে নির্দেশনা অনুযায়ী ১–২ মিনিটের মধ্যেই ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ বা ভিডিও ধারণ করে প্রচার চালায় সংগঠনের সদস্যরা। যদিও বৃহস্পতিবার ঘোষিত লকডাউন কর্মসূচিতে বড় হুমকি ছিলো না, তবুও ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

ডিএমপির ৫০ থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন

নিরাপত্তাজনিত ঝুঁকি মাথায় রেখে ঢাকার ৫০ থানায় অতিরিক্ত আট থেকে দশজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে বিশেষ নজরদারি চলছে। মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত টহল দল।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ১১ দিনে রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। হামলার ধরন বিশ্লেষণে দেখা গেছে—বেশিরভাগ ঘটনাই ঘটেছে রাতের বেলায়। ফলে রাতের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলার প্রবণতা

সর্বশেষ মঙ্গলবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গার্লস শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। যদিও হতাহতের ঘটনা ঘটেনি, এ হামলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে।

ডিবির তৎপরতা ও ৪৪ গ্রেফতার

গোপন অ্যাপে কার্যক্রম পরিচালনা, অর্থ জোগান ও লোক সরবরাহের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ৪৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে আছেন—বিভিন্ন উপজেলা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের একাধিক নেতা-কর্মী।

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, অ্যাপভিত্তিক সমন্বয়ের তথ্য গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর স্পষ্ট হয়েছে। টেলিগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্ম নজরদারিতে আনা হয়েছে, এবং ফ্যাসিবাদী গোষ্ঠীর সব কার্যক্রম প্রতিহত করা হবে।

থানায় সতর্কতা

রমনা, শাহবাগ, বনানী, বাড্ডা, ধানমন্ডি, পল্টনসহ বিভিন্ন থানায় বাড়তি টহল, নিরাপত্তা চৌকি ও স্ক্যানিং জোরদার করা হয়েছে। শাহবাগ থানার ওসি জানান—আন্দোলনপ্রবণ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি পুলিশ সদস্য অবস্থান করছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবির ১৪ প্লাটুন মোতায়েন

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবির ১৪ প্লাটুন মোতায়েন করা হয়েছে—যার মধ্যে ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুন দায়িত্ব পালন করছে।

ক্রমবর্ধমান হামলা ও ককটেল বিস্ফোরণের মাঝে গোপন অ্যাপে সংগঠিত দুর্বৃত্ত চক্রকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন