Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫১, ১০ ডিসেম্বর ২০২৫

সন্ধ্যায় জরুরি ব্রিফিং

পদত্যাগ করেছেন আসিফ-মাহফুজ

পদত্যাগ করেছেন আসিফ-মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সরকারের প্রেস উইং জানায়, দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আজ সন্ধ্যা সোয়া ৬টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হবে বলে জানা গেছে।

সরকারি সূত্রের বরাতে জানা যায়, গতকাল (৯ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজভিত্তিক নিয়মিত বৈঠকে কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানেই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গটি উঠে আসে। এরপর রাতেই সরকারের শীর্ষ পর্যায় নিশ্চিত হয় যে, অন্তত আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে এটি নতুন কোনও সিদ্ধান্ত ছিলো না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই দায়িত্ব ছাড়ার পরামর্শ দেয়া হয়েছিলো। কিন্তু তারা অতিরিক্ত সময় চান। বিশেষ করে মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ পর্যন্ত থাকার ইচ্ছা জানান। প্রয়োজনে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলেও উল্লেখ করেছিলেন।

পরে গত মাসের মাঝামাঝি সময়ে আবারও তাদের পদত্যাগের জন্য চাপ বাড়ে। সরকারি উচ্চপর্যায় এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যের মত ছিলো—তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদে থাকা শোভন নয়। তারা নির্বাচন করুন বা না করুন, স্বচ্ছতা ও আস্থার স্বার্থে তাদের দায়িত্ব ছেড়ে দেয়া প্রয়োজন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যু্যত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম স্থান পান। নাহিদ ইসলাম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ পান শ্রম মন্ত্রণালয়—পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। আর মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেন।

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগে সরকারের শীর্ষপর্যায়ে কী ধরনের পরিবর্তন আসতে পারে—তা জানতে এখন সবার চোখ সন্ধ্যার জরুরি ব্রিফিংয়ের দিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন