Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচন বানচালের চেষ্টা রুখতে সতর্ক ইসি

হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি

হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, এ ঘটনা তার কাছে ‘মাথার ওপর বাজ পড়ার মতো’ বলে মনে হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকের শুরুতেই সিইসি হাদির ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আগের দিন তফসিল ঘোষণা করা হয়েছে, আর ঠিক পরদিনই এমন সহিংস ঘটনা ঘটেছে—যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার পরপরই এ ধরনের হামলা নির্বাচনকালীন পরিবেশ নিয়ে জনমনে নতুন করে শঙ্কা তৈরি করেছে। কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলি চালানোর উদ্দেশ্য ছিলো স্পষ্টভাবে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। তবে নির্বাচন কমিশন এ উদ্দেশ্য সফল হতে দেবে না বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

তিনি বলেন, যারা এ ধরনের সহিংসতা ঘটাচ্ছে, তাদের মূল লক্ষ্য নির্বাচনকে ঘিরে ভীতির পরিবেশ তৈরি করা। এ ভয় মোকাবিলার জন্যই কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

নির্বাচনের ওপর এ ধরনের ঘটনার প্রভাব সম্পর্কে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর যেকোনও ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে—এটি অস্বাভাবিক নয়। এমনকি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নির্বাচনের ওপর প্রভাব ফেলে। এসব বিষয় নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সময়মতো তফসিল ঘোষণা করা হয়েছে বলেই বোঝা যায়, কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।

নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনও অপচেষ্টা সম্পর্কে কমিশন ও সরকার উভয়ই অবহিত এবং সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, ‘ডেভিল হান্ট ফেইজ-২’ সমন্বিতভাবে চলবে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্যের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চল ও রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলোতে সাম্প্রতিক পরিস্থিতির দিকেও বাড়তি নজর দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এসব ঘটনার সঙ্গে কোনো বৃহত্তর নাশকতার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের
হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স