উন্মুক্ত জিয়া উদ্যান
খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়া হয়।
সকালের দিক থেকেই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা জিয়া উদ্যান এলাকায় জড়ো হতে থাকেন। তবে উদ্যানটি বন্ধ থাকায় অনেকে বিজয় স্মরণী মোড়ে উদ্যানের প্রধান প্রবেশপথে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে অনেককে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্যানের ভেতরে সংস্কারকাজ চলমান থাকায় সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখা হয়েছিলো। সংস্কার কার্যক্রমের একটি অংশ শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে তা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। পুরো উদ্যান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকাল পৌনে ৫টায় তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
চিকিৎসকদের তথ্যমতে, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নিউমোনিয়া ধরা পড়ে এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরোনো জটিলতাগুলো আরও গুরুতর আকার ধারণ করে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবার দেশ/কেএম




























