Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ১৬ জানুয়ারি ২০২৬

সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল

সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল
ছবি: সংগৃহীত

স্থগিতের শঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা ও ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)—এ তিন পক্ষের ত্রিমুখী বৈঠকের পর টুর্নামেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনও উপস্থিত ছিলেন।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। পরে বিসিবির চলমান অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্তে মাঠে ফেরার সিদ্ধান্ত নেয় কোয়াব ও ক্রিকেটাররা। এ তথ্য সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়।

রাত ৮টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা শেষে টুর্নামেন্ট পুনরায় চালুর ঘোষণা আসে।

বিসিবি জানায়, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। পরদিন শনিবারের ম্যাচগুলো পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ১৫ জানুয়ারির টিকিট দিয়েই ১৬ জানুয়ারির খেলা দেখা যাবে। পাশাপাশি পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্লে-অফ পর্বের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, দ্রুত সমঝোতার মাধ্যমে লিগ পুনরায় শুরু হওয়ায় টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে, যা খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি এবং দর্শক সবার জন্যই ইতিবাচক বার্তা দিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

সৌজন্য সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান
সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল
হাসিনা-কামালের মৃত্যুদণ্ড মামলার আপিল শুনানি ২০ জানুয়ারি
চরমোনাই ছাড়াই জামায়াত জোটের ২৫৩ আসন বন্টন চূড়ান্ত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক