বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা
মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে: আইসিসি
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যে চিঠি দিয়েছে, তাতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গুরুতর উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। সে চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, পেসার মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ দলে থাকলে নিরাপত্তা শঙ্কা আরও বাড়তে পারে।
বিষয়টি আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, আইসিসির চিঠির বিষয়বস্তু সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
আইসিসির চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে—এমন তিনটি কারণ তুলে ধরা হয়েছে। প্রথমত, মুস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলে বাড়তি নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে মুস্তাফিজকে ঘিরে এ শঙ্কা, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।
অন্য দুটি কারণ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ দলের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাচল করেন, সেটিও নাকি নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি দেশে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাংলাদেশ দলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে—এমন আশঙ্কাও আইসিসির চিঠিতে উল্লেখ রয়েছে।
এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল বলেন, একটি দলে কোন ক্রিকেটার খেলবেন, সেটি সম্পূর্ণ টেকনিক্যাল সিদ্ধান্ত। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে কেন্দ্র করে প্রশ্ন তোলা হয়, তখন সেটি উদ্বেগজনক হয়ে ওঠে। বিষয়টি খুব সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিসির এ চিঠির পর স্বাভাবিকভাবেই টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত এ উদ্বেগ কীভাবে সমাধান হবে এবং বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান শেষ পর্যন্ত কী দাঁড়াবে—সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
সবার দেশ/কেএম




























