Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৩১, ১৯ এপ্রিল ২০২৫

ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না

ড. ইউনূস সফল হবেন: মির্জা ফখরুল

ড. ইউনূস সফল হবেন: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ড. ইউনূসকে দায়িত্ব দেয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি সফল হবেন। তিনি সবাইকে নিজেদের সাহায্য করার জন্য নিজেদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি বা শি জিনপিং এসে আমাদের জন্য কিছু করে দেবে না। যা করার, আমাদের নিজেদেরই করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মতো একযোগে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দেশের জন্য বিপদের কারণ হতে পারে। এটি দ্রুত সমাধান না হলে সমস্যা আরও বাড়বে। তিনি এ বিষয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন।

কৃষি খাতের প্রতি গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কৃষকদের প্রতি বিশেষ নজর দিতে হবে। মাঠেঘাটে যারা কাজ করছেন, তাদের প্রতি গুরুত্ব দিলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তিনি কৃষি খাতকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

আলোচনা সভায় মির্জা ফখরুল ঐক্যের গুরুত্ব পুনর্ব্যক্ত করে বলেন, গণঅভ্যুত্থানে যেভাবে সবাই এক হয়েছিলো, সেভাবে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দেশের উন্নয়ন ও সংস্কারের জন্য সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার