ঘরোয়া উড়ানে মমতার দৃশ্য
বিমানে পুত্রবধূদের সঙ্গে খালেদা জিয়া

চার মাস চিকিৎসা শেষে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ যাত্রায় তার সহযাত্রী দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
বিমানের অভ্যন্তরে তোলা একটি বিরল দৃশ্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে। তাতে দেখা যায়, মমতাময়ী শাশুড়ির পাশে শ্রদ্ধায় ও ভালোবাসায় বসে আছেন দুই বধূ। ক্লান্ত মুখের খালেদা জিয়ার পাশে তারা যেন সাহচর্য আর মানসিক ভরসার ছায়া হয়ে রয়েছেন।
একইসঙ্গে রাজনীতি ও পারিবারিক সম্পর্কের এ মিলনমঞ্চ যেন জানিয়ে দিচ্ছে—বেগম জিয়ার এ ফেরা শুধু চিকিৎসা শেষে দেশে ফেরা নয়, বরং এটি এক আবেগময় প্রত্যাবর্তন।
উড়ন্ত বিমানের কেবিনে পুত্রবধূদের নিঃশব্দ উপস্থিতি, হাত ছুঁয়ে সাহস দেয়া কিংবা একসঙ্গে চোখ বুজে দোয়া করার মুহূর্ত—সব মিলিয়ে ছিল এক হৃদয়ছোঁয়া দৃশ্যপট।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ চিকিৎসা পর্ব শেষে এমন মানসিক সমর্থন একজন প্রবীণ রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন নজর সবার একটাই—বিমানবন্দর থেকে গুলশান কার্যালয় পর্যন্ত খালেদা জিয়ার যাত্রা কেমন হয়, আর রাজনৈতিক আবহে তার এ প্রত্যাবর্তনের পর কী নতুন দৃশ্যপট তৈরি হয়।
সবার দেশ/কেএম