প্রশ্ন তুললেন নিরপেক্ষতার
পদত্যাগ করুন উপদেষ্টা আসিফ ও মাহফুজ: ইশরাক

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সরব হয়েছেন ঢাকার নবনির্বাচিত মেয়র ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানান।
ইশরাক লিখেছেন, আপনারা যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এমনকি নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছেন, তাহলে অন্তর্বর্তী সরকারের পদে থেকে সুবিধাভোগের সুযোগ কেন নেবেন? পদত্যাগই কি নয় রাজনৈতিক শিষ্টাচারের সঠিক উদাহরণ?
তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদাহরণ টেনে বলেন, নাহিদ ইসলাম মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, কারণ তিনি রাজনীতি করতে চান। আপনারাও চাইলে রাজনীতিতে যোগ দিয়ে জনগণের ভোটে আবার মন্ত্রী হতে পারবেন, কিন্তু এখনকার অবস্থান নিরপেক্ষ সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
স্ট্যাটাসে ইশরাক আরও বলেন, ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। এটি থেকে বিরত থাকার কিংবা শতভাগ নিরপেক্ষ থাকার সুযোগ বা ক্ষমতা কারও থাকে না।
নিজের মেয়র হওয়ার ঘটনাক্রম তুলে ধরে ইশরাক বলেন, আমার আন্দোলন নিয়েও সমালোচনা হয়েছে, কিন্তু সেটা ছিলো সরকারের ভুল নীতির বিরুদ্ধে জনগণকে জানানোর প্রক্রিয়া। আজ আমার অবস্থান আইনসম্মতভাবে প্রতিষ্ঠিত। এখন সময় এসেছে, আপনাদেরও রাজনৈতিক জায়গাটা স্পষ্ট করার।
শেষে ইশরাক কটাক্ষ করে বলেন, কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা। তাহলে কেনো এমন বোঝা নিজের কাঁধে রাখছেন? আপনারাই বা থাকতে চাইছেন কেন?
গত ২৭ মার্চ আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে। সে অনুযায়ী নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। এরপর থেকেই তার শপথের দাবিতে চলছে ধারাবাহিক কর্মসূচি।
সবার দেশ/কেএম