Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭, ১২ জুন ২০২৫

আপডেট: ১৪:৪৫, ১২ জুন ২০২৫

রোজার আগেই নির্বাচনের পথে জোর দেবে বিএনপি

লন্ডনে তারেক-ইউনূস বৈঠক ‘উইন্ডো অব অপরচুনিটি’

লন্ডনে তারেক-ইউনূস বৈঠক ‘উইন্ডো অব অপরচুনিটি’
ছবি: সবার দেশ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডোরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বৈঠক সরকার ও বিএনপি উভয়ের জন্য একটি ‘উইন্ডো অব অপরচুনিটি’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্বাচনের নির্দিষ্ট সময়, সংস্কারপত্র, এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলেই এ বৈঠক গুরুত্বপূর্ণ।

বিএনপির নেতাদের মতে, এ ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠকে শুধু নির্বাচনের সময়সূচি নির্ধারণই নয়, দেশের রাজনৈতিক সংকট, সংস্কার প্রক্রিয়া, জাতীয় ঐক্য এবং গণহত্যার বিচারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে রোজার আগেই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে তারেক রহমান জোর দেবেন বলে জানা গেছে।

বিএনপির নেতারা বলছেন, এ বৈঠক থেকে সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব কমবে এবং একটি ‘গঠনমূলক সংলাপের পথ’ খুলে যাবে। নেতাদের ভাষায়, এতে দেশবাসীর জন্যও নতুন আশার সৃষ্টি হবে।

বৈঠকের আগে লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। যদিও তিনি বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন না, তবে বিভিন্ন বিষয় প্রস্তুত করতে তারেক রহমানকে সহযোগিতা করবেন বলে জানা গেছে।

দলের শীর্ষ নেতারা মনে করছেন, লন্ডনে এ উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে নির্বাচন, সংস্কার, অন্তর্বর্তী সরকারের রূপরেখা এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকটিকে ‘রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশাব্যঞ্জক সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। একই সুরে সালাহউদ্দিন আহমেদ বলেন, দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির এই বৈঠকে অনেক সমস্যার সমাধান হতে পারে। ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, এ বৈঠক থেকে দেশ পুনর্গঠনের রূপরেখা আসতে পারে।

বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে। এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে বলে আমরা বিশ্বাস করি।

তারেক রহমানের আলোচনায় নির্বাচনের সময় ও পদ্ধতি নিয়ে সরকার ঘোষিত এপ্রিলের সম্ভাব্য সময়ের বিপরীতে ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে ভোটের জন্য জোরালো যুক্তি উপস্থাপন করা হবে। এছাড়া বিদেশি চাপ ও ষড়যন্ত্র প্রসঙ্গেও ড. ইউনূসকে সতর্ক করা হবে।

বৈঠকে রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপির অবস্থানও স্পষ্ট করা হবে। যেখানে ইতোমধ্যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাবেন তারেক। আর যেসব বিষয়ে মতৈক্য হয়নি, সেগুলো পরবর্তী নির্বাচিত সংসদে তোলা হবে বলেই বিএনপির প্রস্তাব।

গণহত্যা ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের বিষয়ে আপসহীন অবস্থানও বৈঠকে তুলে ধরা হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে দৃশ্যমান অগ্রগতি চাওয়া হবে।

বৈঠকটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে। এর আগে ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই। আলোচনার মাধ্যমেই সঠিক পথ খুঁজে নিতে হবে।

সবশেষে, বিএনপির নেতারা মনে করছেন—এ বৈঠক শুধু আগামী নির্বাচন নয়, গোটা রাজনৈতিক ব্যবস্থার জন্যই একটি মোড় পরিবর্তনের সুযোগ হতে পারে। এখন দেখার বিষয়, লন্ডনের আলোচনায় আদৌ কেমন সিদ্ধান্ত আসে এবং তা কতটা বাস্তবায়নের পথে যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন