Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ২৭ জুন ২০২৫

আপডেট: ২১:৫২, ২৭ জুন ২০২৫

প্রধান উপদেষ্টা-সিইসি বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দাবি সালাহউদ্দিনের

প্রধান উপদেষ্টা-সিইসি বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দাবি সালাহউদ্দিনের
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাম্প্রতিক বৈঠক নিয়ে জনসমক্ষে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে, তা দেশবাসীর সামনে প্রকাশ করা উচিত।

শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান বিএনপির এ শীর্ষ নেতা।

সালাহউদ্দিন বলেন, আমরা পত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে। লন্ডন বৈঠকের পরে আমরা প্রত্যাশা করছিলাম, প্রধান উপদেষ্টা অফিসিয়ালি নির্বাচন কমিশনকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ম্যাসেজটি জানাবেন। সে লক্ষ্যেই সবাই অপেক্ষা করছিলাম।

তিনি বলেন, সাক্ষাতের খবর প্রকাশিত হলেও দুই পক্ষের কেউই প্রেসকে কিছু জানায়নি। তাই দেশবাসীর মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা ধরে নিতে পারি হয়তো প্রধান উপদেষ্টা তার বার্তা দিয়েছেন, তবে সেটি আনুষ্ঠানিকভাবে না জানা গেলে বিভ্রান্তি থেকেই যাবে। তাই উভয় পক্ষের উচিত জনগণের সামনে বিষয়টি স্পষ্ট করা।

নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে সালাহউদ্দিন বলেন, ইসি নিজেই বলেছে সেপ্টেম্বরের মধ্যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়সহ প্রায় সব কাজই এগিয়েছে। বাকি যা আছে, যেমন আসন পুনর্বিন্যাস, তা তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির দাবির বিষয়ে তিনি বলেন, এটা রাজনৈতিক কৌশল হতে পারে। তবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সময়সূচি ঘোষণা বা সম্মতির কথা বলা হয়েছে, তা নিয়ে বড় কোনো বিরোধ নেই। সে প্রেক্ষাপটে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা বাস্তবসম্মত নয়।

বিএনপির এ নেতা মনে করেন, দেশের রাজনৈতিক বাস্তবতা, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনগত কাঠামো বিবেচনায় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রায় অসম্ভব।

সবার দেশ/এফএস

সর্বশেষ