সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচনে গণঅভ্যুত্থানের আশঙ্কা: নুর
সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে সতর্ক করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (৬ জুলাই) রাজধানীতে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। পার্বত্য চট্টগ্রামের মতো বহু পুরোনো সংকট এখনো নিরসন হয়নি, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই পার্বত্য অঞ্চলে অস্থিরতা চলছে। ৫০ বছরেও এর সুরাহা হয়নি। এটা জাতীয় ঐক্যের অভাবেরই প্রতিফলন।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী সম্পর্ক ও পররাষ্ট্রনীতিরও আমূল পরিবর্তন হয়, যা দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তাই কোন কোন ক্ষেত্রে জাতীয় ঐক্য অপরিহার্য, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকা উচিত।
তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কোনোভাবে দেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে স্পষ্ট অবস্থান নিতে হবে। নয়তো তারা আবার বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবে।
নুরের দাবি, নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া কোনোভাবেই জনগণকে সন্তুষ্ট করা যাবে না, আর যদি তড়িঘড়ি করে নির্বাচন দেয়া হয়, তাহলে জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান ঘটাবে।
সবার দেশ/এফএস




























