হাদির নির্বাচনী তহবিলের হিসেব প্রকাশ
ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ২৩ দিনে তার নির্বাচনী তহবিলে প্রাপ্ত অর্থের খোলা হিসাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন উৎস থেকে মোট অনুদান এসেছে ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি অর্থপ্রবাহের বিস্তারিত তুলে ধরেন। হাদি জানান, এর মধ্যে ব্যাংক হিসাবেই জমা হয়েছে সবচেয়ে বেশি—১৩ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা। বিকাশের মাধ্যমে এসেছে ১ লাখ ৯৮ হাজার ৯৮৯ টাকা, নগদ পাওয়া গেছে ৬ হাজার ২৮ টাকা এবং রকেটের মাধ্যমে অনুদান পৌঁছেছে ৩ হাজার ৮৩৮ টাকা।
তার দাবি, নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা রক্ষা করে পূর্ণাঙ্গ ব্যয়সহ ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করা হবে। পাশাপাশি ভবিষ্যতেও স্বচ্ছতার নীতিতে তিনি অনুদান ব্যবস্থাপনা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন।
হাদি জানান, জনগণের অংশগ্রহণের ওপর ভর করে তিনি মাঠে কাজ করছেন এবং সামনে আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। যারা এখনো তার নির্বাচনী প্রচারণায় যুক্ত হতে চান, তারা নির্দিষ্ট অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন বলে জানান তিনি।
স্বচ্ছ তহবিল রিপোর্ট প্রকাশের মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে দায়িত্বশীলতার বার্তা দিতে চান—এমনই প্রত্যাশা নিয়ে তিনি সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান।
সবার দেশ/কেএম




























