গণফোরাম থেকে গণঅধিকার হয়ে অবশেষে বিএনপিতে
রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান
দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলের পতাকা তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
লক্ষ্য পরিষ্কার — ধানের শীষে হবিগঞ্জ-১ থেকে লড়াই
রেজা কিবরিয়া জানিয়েছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান। বিএনপি ইতোমধ্যে ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ এখনও খালি রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রেজা কিবরিয়ার যোগদান ও সম্ভাব্য মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির ওই আসনে নতুন সমীকরণ তৈরি হলো।
রাজনৈতিক পথচলায় টানা বিভক্তি — একের পর এক নতুন দল
রেজা কিবরিয়ার রাজনীতিতে প্রবেশ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যখন তিনি গণফোরামে যোগ দেন এবং পরবর্তীতে হন দলের সাধারণ সম্পাদক। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে গণফোরাম দুই ভাগে ভাঙে, যার কেন্দ্রেও ছিলেন তিনি।
পরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে মিলে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন। একই পথে এগিয়ে নতুন রাজনীতির স্বপ্ন থাকলেও দলটি পুনরায় দ্বিধাবিভক্ত হয়। সেখান থেকে বেরিয়ে রেজা কিবরিয়া প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল আমজনতার দল, যেখানে তিনি আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন।
কেনো বিএনপিতে এখন?
বিএনপিতে তার যোগদানকে রাজনৈতিক মহলে আগামী নির্বাচনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে তার পূর্বের অবস্থান জোট–সমর্থিত হলেও এবার সরাসরি বিএনপিতে আসা ভবিষ্যতের নির্বাচনী যুদ্ধের অংশ—এমন মতও রয়েছে পর্যবেক্ষকদের।
সবার দেশ/কেএম




























