Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৯ জুন ২০২৫

ছাগল দিয়ে হালচাষের চেষ্টা ড. ইউনূসের: কনক সরওয়ার

ছাগল দিয়ে হালচাষের চেষ্টা ড. ইউনূসের: কনক সরওয়ার
ছবি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার বলেছেন, গত ১০ মাসে ড. ইউনূস যেভাবে সরকার পরিচালনা করছেন, তা তার পছন্দ নয়। এ বিষয়ে তিনি বারবার সতর্ক করেছেন বলেও দাবি করেন।

শনিবার (৮ জুন) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে কনক সরওয়ার বলেন, আমি স্পষ্টভাবে বলেছি, ড. ইউনূস ছাগল দিয়ে হালচাষের চেষ্টা করছেন। তার উপদেষ্টা পরিষদ থেকে অন্তত ১৫ জনকে ঘাড় ধরে বের করে দেয়া উচিত। এ ধারা যদি না পাল্টায়, তবে আমার অবস্থানে পরিবর্তন আসবে। কারণ ব্যক্তি ড. ইউনূস আর উপদেষ্টা ইউনূসের মধ্যে ফারাক রয়েছে।

তিনি বলেন, যদি দেখি তিনি সে ঢিমেতালে চলছেন, একইসব বিতর্কিত উপদেষ্টাদের নিয়েই কাজ করছেন, যারা ভেতর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তবে আমি নিজেও আলাদা সিদ্ধান্ত নেবো।

কনক সরওয়ার আরও বলেন, গত ঈদের তুলনায় এবার ঈদুল আজহার পর জনগণের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়ে নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। এবার তাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিলো। এজন্য তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) ধন্যবাদ জানান।

তার ভাষায়, ড. ইউনূস বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তবে আমরা সরকার পরিবর্তন চাই না, চাই সিস্টেমের পরিবর্তন। যে সিস্টেম বদলাতে ছাত্র-জনতা অকাতরে জীবন দিয়েছে, এখনো পঙ্গু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। কিন্তু এখন আবার সে পুরনো রাজনীতির নানা খেলা আমাদের সামনে আসছে।

ভিডিওতে তিনি আরও জানান, একজন সাধারণ মানুষ ড. ইউনূসকে বলছিলেন— দালালদের কথা শুনবেন না স্যার, পাঁচ বছর আপনাকে চাই। তবে আমি কোনও অনির্বাচিত সরকারকে পাঁচ বছর চাই না। আমি চাই গুণগত পরিবর্তনের পরেই নির্বাচন হোক।

ড. ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণের প্রসঙ্গ টেনে কনক সরওয়ার বলেন, দুই দিন আগে তিনি ২০২৬ সালের এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিয়েছেন। এটি নিয়ে বিএনপি প্রত্যাখ্যান করেছে, জামায়াত-এনসিপি স্বাগত জানিয়েছে। দেশের রাজনীতি জটিল দিকে যাচ্ছে।

এক্ষেত্রে কনক সরওয়ার বলেন, ডিসেম্বর থেকে জুন, জুন থেকে নির্বাচন এপ্রিলে এসেছে। প্রধান দল বিএনপি সেটি মানছে না। পুরনো রাজনীতির মারপ্যাঁচ আবার শুরু হয়েছে। জানি না সামনে কী হবে। তবে এটুকু বলতে পারি, এখনও অনেক কিছু পর্দার অন্তরালে বাকি। রাজনৈতিক দলগুলো যদি সেটি বুঝে কাজ করে, দেশেরই মঙ্গল হবে। না বুঝলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আওয়ামী লীগ প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। বলেন, পলাতক আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় আছে। পলাতক হাসিনার নির্দেশনায় এবং পাচারকৃত বিপুল অর্থ দিয়ে আবারও তারা নানাভাবে রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করবে।

শেষদিকে কনক সরওয়ার আবারও বলেন, গত ১০ মাসে ড. ইউনূস যেভাবে সরকার চালিয়েছেন, সেটি কোনোভাবেই আমার পছন্দ হয়নি। আমি আগেও বলেছি, তার উপদেষ্টা পরিষদ থেকে অন্তত ১৫ জনকে বের করে দিতে হবে। যদি দেখি পরিস্থিতি না পাল্টায়, আমি নিজের অবস্থানও পুনর্বিবেচনা করবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন