Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

ভারত ছাড়া সব দেশ এক কাতারে

ভারত ছাড়া সব দেশ এক কাতারে
ছবি: সংগৃহীত

দু’দিন পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ভারত ছাড়া ইতিমধ্যে সব দল পৌঁছে গেছে পাকিস্তানে। হাইব্রিড মডেলে রোহিত শর্মাদের সবকয়টি ম্যাচ গড়াবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। 

আইসিসি ইভেন্টকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সব দেশের পতাকা উড়লেও নেই ভারতের পতাকা। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এমন চিত্র। স্টেডিয়ামটির মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ডে লাগানো হয়েছে বেশ কিছু পতাকা। যার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী সবগুলো দেশের পতাকা দেখা যায়। 

ভারতের হিন্দুস্তান টাইমস এর খবরের মতে, ভিডিওটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। সেখানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও স্বাগতিক পাকিস্তানের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা। ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারতের পতাকা না রাখাকে ভক্ত-সমর্থকেরা দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন।

চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রথমে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি ভারত সরকার। বিভিন্ন নাটকীয়তায় শেষ পর্যন্ত এ সমস্যার সমাধান হয় হাইব্রিড মডেলে। প্রতিযোগিতায় অংশ নেয়া সব দলের খেলা পাকিস্তানে হলেও শুধু ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইয়ে।

ভারতের পাকিস্তান সফরে বেঁকে বসার কারণে এখনও চূড়ান্ত হয়নি একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। গ্রুপ ‘এ’ তে ভারত ও বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২০শে ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারত।

সবার দেশ/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন