২০৫ রান করেও আমিরাতের কাছে হারলো বাংলাদেশ

২০০ রানের বিশাল সংগ্রহও রক্ষা করতে পারল না বাংলাদেশ। শেষ ১০ বলে ২৮ রান দরকার ছিলো সংযুক্ত আরব আমিরাতের, হাতে মাত্র ৩ উইকেট। কিন্তু শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের বাজে বোলিং এবং ফিল্ডারদের ভুলের কারণে শেষ ৯ বলেই এ রান তুলে নেয় স্বাগতিকরা। ফলে ২০৫ রান করেও সিরিজে সমতা আনলো আরব আমিরাত।
এটি আইসিসির সহযোগী সদস্য আমিরাতের সবচেয়ে বড় রান তাড়া করে জয়। এর আগে তারা ১৭৩ রানের বেশি রান তাড়া করে কখনও জিততে পারেনি।
শেষ দুই ওভারে জয়ের জন্য আমিরাতের দরকার ছিলো ৩৫ রান। শরিফুল প্রথম ৫ বলে ১৩ রান দিয়ে ওভারের শেষ বলে ওভার থ্রো উপহার দেন ৪ রান। এরপর শেষ ওভারে ১২ রানের সমীকরণ নিয়েও নার্ভ ধরে রাখতে পারেননি তানজিম। শুরু করেন ওয়াইড দিয়ে, এরপর ফুলটস, নো বল...। ২ বলে ২ রান দরকার থাকলেও ফিল্ডিংয়ে ভরসা দিতে পারেননি হৃদয়, থ্রো করেছিলেন দেরিতে।
ব্যাটাররা ২০০ পেরোনো রান তুললেও বোলারদের উদারতা আর ফিল্ডারদের অদক্ষতা ম্যাচটি বাংলাদেশকে এনে দিলো একটি লজ্জাজনক হার। লিটন দাসের দলের এমন হারে প্রশ্ন উঠছে প্রস্তুতি ও মনোভাব নিয়েও।
সবার দেশ/কেএম