Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৫৭, ৭ আগস্ট ২০২৫

নারী ফুটবল র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেকর্ড উন্নতি

নারী ফুটবল র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেকর্ড উন্নতি
ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে সাবিনারা।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় দেখা যায়, আগের অবস্থান ছিল ১২৮তম। এখন ১০৪ নম্বরে উঠে আসার মাধ্যমে এবার র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি অগ্রগতি দেখানো দল বাংলাদেশই।

তবে আশানুরূপ সেরা ১০০-এর মধ্যে জায়গা করে নিতে পারেনি দলটি। পাশাপাশি ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাওয়া ১২টি দলের মধ্যে র‌্যাংকিংয়ে এখনও নিচের দিকেই রয়ে গেছে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে এসেছে বড় পরিবর্তন। এক ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছে স্পেন, যারা সর্বশেষ নারী ইউরোর রানার্সআপ। যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে।

তৃতীয়স্থানে রয়েছে সুইডেন, চতুর্থ ইংল্যান্ড এবং জার্মানি নেমেছে পঞ্চম অবস্থানে। শীর্ষ পাঁচ থেকে ছিটকে পড়ে ৭ নম্বরে অবস্থান করছে ব্রাজিল।

বাংলাদেশের এ এগিয়ে চলা ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, সঠিক পরিকল্পনা, ইনফ্রাস্ট্রাকচার এবং আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়ানো গেলে র‌্যাংকিংয়ে সেরা ১০০-র ভেতরে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ