আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় সাত বাংলাদেশি, বাদ সাকিব
আইপিএল মিনি নিলামকে কেন্দ্র করে উত্তেজনা ইতোমধ্যেই চরমে পৌঁছেছে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করা ৩৫০ জনের চূড়ান্ত নিলাম তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটারও।
বাংলাদেশ থেকে চূড়ান্ত নিলামে নাম উঠেছে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলামের। তবে প্রাথমিক তালিকায় থাকা সত্ত্বেও জায়গা হয়নি দেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ৪০ জন ক্রিকেটারের একজন তিনি। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
রাকিবুলের অন্তর্ভুক্তি অনেকের জন্যই চমক হিসেবে এসেছে। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ স্পিনার নিয়মিত খেলছেন ইমার্জিং দলে, এইচপি স্কোয়াডে এবং বাংলাদেশ ‘এ’ দলে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি এ তরুণের।
ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত আরও ৩৫ জন ক্রিকেটারকে এইবার চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে।
মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। এ নিলামে অংশ নেওয়া দলগুলো সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে ৩২টি সlots বিদেশিদের জন্য নির্ধারিত।
সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে এবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি বাজেট, যা দিয়ে ৬ বিদেশিসহ মোট ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে।
আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম।
সবার দেশ/এফএস




























