শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে। রাজধানী থেকে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাসড়ক – সর্বত্র ক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, উত্তপ্ত স্লোগানে দেশ উত্তাল। হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাবি তুলে জনতা রাজপথ দখল করেছে।