মা খালেদা জিয়াকে নিজ হাতে দাফন করলেন অশ্রুসিক্ত তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমান অশ্রুসিক্ত নয়নে মাকে নিজ হাতে দাফন করেন। আবেগঘন এ মুহূর্তে উপস্থিত স্বজন, দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের চোখেও অশ্রু ঝরে।