Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে এ শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষ নেতারা।

সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদনের রীতি

রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক প্রটোকল অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদন করার নিয়ম রয়েছে। জুম্মার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে নিজের বাবার (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান) কবর জিয়ারত শেষ করে তারেক রহমান সাভারের উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যে বিপুল জনসমাগম ও রাস্তার ভিড়ের কারণে তার পৌঁছাতে বিলম্ব হতে পারে ভেবে, সময়ের গুরুত্ব বিবেচনায় তার পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

উপস্থিত ছিলেন যারা

তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন:

  • স্থায়ী কমিটির সদস্য: বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান।
  • উপদেষ্টা পরিষদ: আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।
  • স্থানীয় ও কেন্দ্রীয় নেতা: ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জিয়া উদ্যান থেকে সাভারের যাত্রা

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত সম্পন্ন করেন। দীর্ঘ ১৯ বছর পর পিতার কবরের সামনে তার এ অবস্থান ঘিরে পুরো এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। সেখান থেকে তিনি লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে চড়ে সাভারের উদ্দেশ্যে রওনা হন। পুরো যাত্রাপথেই হাজার হাজার সমর্থক তাকে হাত নেড়ে অভিবাদন জানান।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান নিজে স্মৃতিসৌধ এলাকায় পৌঁছানোর পর শহীদদের প্রতি ব্যক্তিগতভাবে সম্মান প্রদর্শন করবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন। তার আগমন ঘিরে সাভার স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় বর্তমানে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ