‘স্যারকে তুমি মেরে ফেলো’, প্রেমিক যুগলের জবানবন্দি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তার প্রেমিকা বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যান্য আসামিরা হলেন বর্ষার আরেক প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান।