খালেদা জিয়ার পর জাইমার পাশে ফাতেমা!
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ একটি সময়জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম। দেড় দশকেরও বেশি সময় ধরে বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর এমনকি কারাগার—সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গ ছাড়েননি তিনি। চেয়ারপারসনের মৃত্যুর পর এবার সে ফাতেমাকেই দেখা গেলো তার নাতনি জাইমা রহমানের পাশে।