মরক্কোয় দুই আবাসিক ভবন ধসে নিহত ১৯
মরক্কোর উত্তরাঞ্চলে ভয়াবহ ভোর। বুধবার (১০ ডিসেম্বর) ফেস শহরের আল-মাসিরা এলাকায় মুহূর্তেই ধসে পড়ে দুটি চারতলা আবাসিক ভবন। আটটি পরিবারের বসবাসকারী ওই ভবনদুটি ধসে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও ১৬ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।