প্রেমের গুঞ্জনে উত্তাল বলিউড
ফুটবলারের ড্রিবলিংয়ে কুপোকাত নোরার মন!
বলিউডের আইটেম ড্যান্সের রানী তিনি। যার কোমরের হিল্লোলে ঘায়েল কোটি পুরুষ হৃদয়। সে নোরা ফাতেহিই কি এবার গোল খেয়ে বসলেন মাঠের কোনো এক ফুটবলারের কাছে? বলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে—মরোক্কান বংশোদ্ভূত এ সুন্দরী নাকি নতুন প্রেমে মজেছেন। আর সে টানেই বছরের শেষে উড়ে গেছেন সুদূর আফ্রিকা।
মরোক্কোর সে রহস্যময় ফুটবলার
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বলিউডের এ বহিরাগত অভিনেত্রীর সঙ্গে কোনো অভিনেতার প্রেমের খবর আগে সেভাবে চাউর না হলেও এবার মন দেয়া-নেয়ার কথা শোনা যাচ্ছে এক নামী ফুটবলারের সঙ্গে। মরোক্কোতে বড় হওয়া নোরার সঙ্গে ওই ফুটবলারের ঘনিষ্ঠতা গত কয়েক মাস ধরেই চর্চায়। এর আগে দুবাইয়েও তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। তবে এবার নোরার আফ্রিকা সফর যেন সে গুঞ্জনে ঘি ঢেলেছে।

গ্যালারিতে নোরার নজর কার ওপর?
২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘আফ্রিকা কাপ অব নেশনস’ টুর্নামেন্টকে ঘিরেই নোরার এ সফর। জানা যাচ্ছে, মরোক্কোর হয়ে খেলা ওই বিশেষ ফুটবলারের পারফরম্যান্স গ্যালারিতে বসে দেখতেই সেখানে হাজির হয়েছেন তিনি। মা-বাবার সঙ্গে দেখা করার পাশাপাশি কথিত প্রেমিকের প্রতিটি ম্যাচে গ্যালারিতে উপস্থিতি থেকে ভক্তদের মনে প্রশ্ন উঠছে—তবে কি এবার সত্যিই থিতু হতে চলেছেন ‘দিলবার’ গার্ল?

দুর্ঘটনার কবলে পড়েও লড়াকু নোরা
প্রেমের এ গুঞ্জনের মাঝেই নোরার ভক্তদের জন্য রয়েছে একটি উদ্বেগের খবর। ২১ ডিসেম্বর মরোক্কোতে একটি কনসার্টে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এক মদ্যপ চালক সজোরে ধাক্কা মারে নোরার গাড়িতে। এতে জানালার সঙ্গে মাথায় প্রচণ্ড চোট পান এ তারকা। তবে ভাগ্যক্রমে বড় কোনও বিপদ হয়নি। সামান্য চোট ও কনকাশন নিয়ে সুস্থ আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে নোরা সবাইকে সতর্ক করেছেন যাতে কেউ মদ্যপ অবস্থায় গাড়ি না চালায়।

সুকেশ চন্দ্রশেখরের বিতর্কিত অধ্যায় পেছনে ফেলে নোরা এখন জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন কি না, তা নিয়ে তার অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে মরোক্কোর সে রহস্যময় ফুটবলারের নাম বা পরিচয় এখনও সরাসরি স্বীকার করেননি এ নৃত্যশিল্পী।
সবার দেশ/কেএম




























