Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৬, ১৭ মে ২০২৫

দুবাইয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর

দুর্বল ব্যাংকগুলো পুনর্গঠন করবে সরকার

দুর্বল ব্যাংকগুলো পুনর্গঠন করবে সরকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংক খাতে দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বিপর্যস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন ও পুনর্গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি যৌথভাবে আয়োজন করে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক।

গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোতে আগের মালিকানা থাকবে না। সরকার হস্তক্ষেপ করে সেগুলো পুনর্গঠন করবে। প্রয়োজনে এসব ব্যাংকে নতুন করে সরকারি মূলধন বিনিয়োগ করা হবে। তবে আমানতকারীদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই—কারও অর্থ হারাবে না। সবার স্বার্থই রক্ষা করা হবে।

সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. মনসুর বলেন, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে আছে। তিনি জানান, পাচারকারীদের চিহ্নিত করে বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই এ ধরনের অর্থপাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

এ সফরে গভর্নর আহসান এইচ মনসুর আমিরাতের কয়েকটি ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম