Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫, ১৭ মে ২০২৫

মেলোনিকে স্বাগত জানাতে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী

মেলোনিকে স্বাগত জানাতে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আন্তঃইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন বসেছে আলবেনিয়ার রাজধানী তিরানায়। ইউরোপের অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে আগত অতিথিদের জন্য লাল গালিচায় জমকালো অভ্যর্থনার আয়োজন করে আলবেনিয়া সরকার।

কিন্তু লাল গালিচায় পা রাখতেই ঘটে যায় ব্যতিক্রমী এক ঘটনা—ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানাতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা হাঁটু গেড়ে বসে পড়েন।

শুক্রবার (১৬ মে) বিকেলে তিরানার বৃষ্টিভেজা আকাশ উপেক্ষা করে, একটি নীল ছাতা হাতে নিয়ে সম্মেলনের সূচনা করেন এডি রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে তিনি হাসিমুখে ও উষ্ণ ভঙ্গিতে অভিনব কায়দায় স্বাগত জানান।

একটি ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়—মেলোনি যখন লাল গালিচা ধরে এগিয়ে আসছিলেন, তখনই রামা আচমকা হাঁটু গেড়ে বসে পড়েন এবং ‘নমস্তে’ ভঙ্গিতে দুই হাত জোড় করে তাকে শুভেচ্ছা জানান। এ দৃশ্য দেখে হেসে ওঠেন মেলোনি এবং রামার কাছে এসে তাকে আলিঙ্গন করেন। পরে রামা মেলোনিকে ‘আমাদের ইতালিয়ান বোন’ বলে অভিহিত করেন।

তবে রামার রসিকতা এখানেই শেষ হয়নি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে স্বাগত জানাতে গিয়ে তাকে মজা করে বলেন, এ তো আমাদের সূর্যের রাজা!

ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশে হালকা ঠাট্টার সুরে বলেন, বৃষ্টি যে হবে, সে সন্দেহ আগেই ছিলো। এখন তো ইউরোপীয় আবহাওয়া গবেষণা সংস্থাও প্রমাণ করে দিয়েছে—এ বৃষ্টির উৎসই হলো ব্রিটিশ প্রতিনিধিদল।

সম্মেলনের আগের রাতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে রামা লেখেন, আজ তিরানায় পুরো ইউরোপ হাজির, আর সারা বিশ্ব তাকিয়ে দেখছে—আমাদের জন্য এটি গৌরবের মুহূর্ত।

নিজের শারীরিক উচ্চতা নিয়ে হালকা রসিকতায় তিনি বলেন, আমি হয়তো অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি ইউরোপের ক্ষুদ্রতমদের একটি। তবুও এমন একটি সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় অর্জন।

এবারের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেন সংকট। যখন ইউরোপীয় নেতারা আলবেনিয়ায় একত্রিত হচ্ছিলেন, তখন একই সময়ে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

সবার দেশ/কেএম