Header Advertisement

Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৩, ৫ মে ২০২৫

হাসনাত ওপর হামলাকারী ২ যুবলীগ নেতা আটক

হাসনাত ওপর হামলাকারী ২ যুবলীগ নেতা আটক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার (৪ মে) রাতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার পর তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল বলেন, হামলাকারীরা মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে গাড়িতে আঘাত করে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। চালকের ভাষ্য অনুযায়ী, এটি পূর্বপরিকল্পিত ছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক অভিযান চালায় এবং দুইজনকে আটক করে। হামলার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে।

সবার দেশ/কেএম