Header Advertisement

Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ৫ মে ২০২৫

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ কর্মী ইসরাত গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ কর্মী ইসরাত গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইসরাত জাহান কাকনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ইসরাত জাহানকে হেফাজতে নেয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

ওসি আরও জানান, শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন।

সবার দেশ/কেএম