১৫ দিনের কারাদণ্ড
পুলিশ নিয়োগে প্রক্সি দিতে এসে যুবক আটক

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে এসে বিক্রম মণ্ডল (২৩) নামে এক যুবক আটক হয়েছেন। রোববার (৪ মে) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
জানা গেছে, বিক্রম মণ্ডল নওগাঁ জেলার বাসিন্দা। তিনি মো. রাশেদুল ইসলামের পরিবর্তে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছিলেন। লিখিত পরীক্ষা পরিচালনায় দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য তার আচরণে সন্দেহ প্রকাশ করলে তাকে পরীক্ষা শুরুর আগেই মেইন গেটে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুড়িগ্রামের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। নিয়োগ নিয়ে কোনও ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মে জড়িত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সবার দেশ/কেএম