Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ৪ মে ২০২৫

খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পেছালো 

খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পেছালো 
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। আগামী ৫ মে’র বদলে তিনি ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটি। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। 

শায়রুল কবির খান বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের নির্দেশে এ তারিখ পরিবর্তন হয়েছে।

এর আগে সন্ধ্যায় মির্জা ফখরুল জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।

প্রথমে তার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসার কথা ছিলো। পরে সেটি পরিবর্তন করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

সবার দেশ/কেএম